বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’

|

পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’। আগামী ২৬ ও ২৭ মে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলের কাছাকাছি আসবে। এরপরই বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। এ সময় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বলছেন, কাল অথবা পরশু লঘুচাপে রূপ নেবে এটি। এরপর সুস্পষ্ট লঘুচাপ এবং ২৪ ও ২৫ মে নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়। ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে সবশেষ পরিস্থিতি জানিয়ে দেবে আবহাওয়া অফিস।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply