সাক্ষাৎকার পেতে প্রিন্সেস ডায়ানার সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়ায় বিবিসির ওপর চটেছেন প্রিন্স উইলিয়াম। এমনি মায়ের মৃত্যুর জন্য সরাসরি গণমাধ্যমের দায়িত্বহীন আচরণকেও দায়ী করেছেন তিনি।
১৯৯৫ সালে ভুয়া নথিপত্র দেখিয়ে প্রিন্সেস ডায়ানাকে সাক্ষাৎকার দিতে রাজি করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। গত সপ্তাহে তদন্ত প্রতিবেদনে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বিবিসি। এ প্রেক্ষিতেই বৃহস্পতিবার মুখ খুললেন ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম।
উইলিয়াম বলেছেন, বিস্ফোরক সেই সাক্ষাতকারের পরই তার বাবা-মায়ের সম্পর্কে ফাটল ধরে। মানসিকভাবে ভেঙে পড়েন ডায়ানা। উইলিয়ামের আফসোস, সাংবাদিকের কাছে প্রতারিত হওয়ার বিষয়টি জেনে যেতে পারেননি তার মা। ২৫ বছর আগের সেই সাক্ষাতকারে ডায়ানা প্রিন্স চার্লসের সাথে দাম্পত্য সমস্যার নানা তথ্য দেন।
যুবরাজ উইলিয়াম বলেন, বিবিসি দেরিতে হলেও অপরাধের কথা স্বীকার করলো। অথচ ১৯৯৫ সালেই বিবিসি সাংবাদিকের মিথ্যাচারের অভিযোগ তোলা হয়েছিল। সে সময়ই তদন্ত হলে আমার মা জানতে পারতেন যে তিনি প্রতারিত হয়েছেন। ওই সাক্ষাৎকারের কারণেই আমার বাবা-মায়ের সম্পর্কের আরও অবনতি হয়।
Leave a reply