নামাজ রোজার জন্য রমজানে বন্ধ রাখতো চুরি!

|

ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের ভল্ট থেকে টাকা চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য ধরা পড়েছে চট্টগ্রামে।

পুলিশের কাছে এই চোরচক্র বলেছে, গত পাঁচ বছরে তারা তিনশটি চুরির ঘটনা ঘটালেও নামাজ রোজার কারণে রমজান মাসে তারা চুরি বন্ধ রাখতেন।

মাত্র দুজনের চৌকশ এই চোর দলের প্রধান মনির। ১ মিনিটে লোহার গ্রিল কাটা থেকে শুরু করে, চুরির মূল কাজটি করেন তিনি নিজেই। তবে তাকে সাহায্য করে মাহফুজ।

পুলিশ জানায়, গত ১৯ মে ভোররাতে চট্টগ্রামের জুবিলী রোডে অবস্থিত বাংলাদেশ সাপ্লাইয়ার্স নামক এক ব্যবসা প্রতিষ্ঠানের লকার ভেঙে তারা নিয়ে যান ২৭ লাখ ৫০ হাজার টাকা। তার আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রিল কেটে ভল্ট খোলার চেষ্টা করেন মনির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply