নৌকাবাইচ উৎসবে প্রাণ ফিরে পেলো লকডাউনে শিথিল ভেনিস নগরী

|

ভেনিসে উদযাপিত হলো ‘ভোগালুংগা’ বা নৌকাবাইচ উৎসব। সম্প্রতি, লকডাউন শিথিল হওয়ায় জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্দেশ্যে ছিলো এ আয়োজন।

গত বছর মহামারির কারণে বাতিল করা হয় এ প্রতিযোগিতা। এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠার ১৬শ’ বর্ষপূর্তি উদযাপন করেন ইতালীয়রা।

বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এ আয়োজনে যোগ দিলেও এবার ছিলো না তাদের পদচারণা। মাত্র ৫০০ নৌকা ভাসানোর অনুমতি দেয় ভেনিস কর্তৃপক্ষ। ছিলো না হারজিতের কোনো বালাই। কিন্তু তাতেই প্রাণ ফিরে পায় ঐতিহাসিক নগরীটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply