ব্রাজিলে গ্রেফতার হলেন ইতালির ‘মাদক সম্রাট’ খ্যাত পরিচিত রোক্কো মোরাবিতো। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে ব্রাজিল পুলিশ।
জানায়, উপকূলীয় শহর জোয়া পেসোয়া থেকে দুই শীর্ষ সহযোগীসহ গ্রেফতার করা হয় তাকে। ইতালির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় ২য় অবস্থানে তার নাম। দেশটির আদালতে ৩০ বছরের কারদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। ২২ বছর পালিয়ে বেড়ানোর পর ২০১৭ সালে প্রথম উরুগুয়েতে গ্রেফতার হন। দু’বছর পর পালান জেল থেকে। তখন থেকেই এই মাদক চোরাকারবারীর বিরুদ্ধে তদন্ত শুরু করে ব্রাজিল।
পরে ২০২০ সাল থেকে তাকে ধরতে অভিযান পরিচালনা করছে ইতালি, ব্রাজিলসহ ১১টি দেশ। গত এপ্রিলে ব্যাপক জোরদার হয় অভিযান। বহু বছর ধরেই ইউরোপ ভিত্তিক কোকেইন ব্যবসায় একচ্ছত্র আধিপত্য মোরাবিতোর।
এনএনআর/
Leave a reply