সুপার লিগের বিপক্ষে উয়েফার ডিসিপ্লিনারি মামলা দায়ের

|

বিতর্কিত সুপার লিগের বিপক্ষে এবার ডিসিপ্লিনারি মামলা দায়ের করেছে উয়েফা। এর ফলে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর য়্যুভেন্টাসের মত জায়ান্ট ক্লাবগুলো।

গতকাল মঙ্গলবার (২৫ মে) উয়েফা তাদের নীতিমালা ভঙ্গের জন্য এই উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে এই তিন ক্লাবের শাস্তির খড়ায় পড়ার সম্ভাবনা অনেক বেশি। রিয়াল, বার্সা আর য়্যুভেন্টাস তিন দলই চেষ্টা করেছিলো পুনরায় এই সুপার লিগের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবার। কিন্তু তারা ব্যর্থ হয়।

গত মাসেই উয়েফা প্রেসিডেন্ট হুশিয়ার করেছিলেন যদি তারা সুপার লিগ করে তাহলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হবে। এখন পর্যন্ত উয়েফা এই ডিসিপ্লিনারি মামলার কোনো সময়সীমা নির্ধারণ করেনি। যদিও ৩ ক্লাবই পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এরই মধ্যে জায়গা করে নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply