সুন্দরগঞ্জে রেল লাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে রেল লাইনে হাটার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ মে) সকালে বামনডাঙ্গা রেল স্টেশনের অদূরে দক্ষিণ শাহবাজ গ্রামে ইটভাটা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান দক্ষিণ শাহবাজ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত তোফাজ্জল ব্যাপারী।

স্থানীয়রা জানায়, আব্দুর রহমান সকালে বাড়ীর সামনে রেল লাইনের মাঝ দিয়ে হাটছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুর রহমানের স্বজনরা জানায়, লকডাউনে দীর্ঘদিন রেল বন্ধ থাকার পর চালুর বিষয়টি আব্দুর রহমান জানা ছিলনা। তাছাড়া তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও দাবি তাদের।

বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা স্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, ঘটনাস্থল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। সেখান থেকে ট্রেনের সামনের হুকের সঙ্গে আটকে রহমানের মরদেহ রেলস্টেশন পর্যন্ত এসে পৌঁছে। পরে তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply