ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থামাতে পারলো না বরিশালের বিয়ে

|

বরিশাল ব্যুরো:

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে নদীর পানিতে তলিয়েছে বরিশাল জেলার নিম্নাঞ্চল। পানির নিচে ডুবে আছে চলাচলের রাস্তাঘাটও। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে নেই বিয়ে অনুষ্ঠান। বুধবার বরিশালের বাবুগঞ্জের এমনই এক বিয়ে অনুষ্ঠানের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে।

ভিডিওতে দেখা যায়, জোয়ারের পানিতে তলিয়ে গেছে চলাচলের রাস্তা। তাই নববধূ ও বরকে কোলে করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন স্বজনরা।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুন চর এলাকার কালাম মিয়ার মেয়ে সুখী আক্তারের সাথে গৌরনদীর এক যুবকের বিয়ে ঠিক হয় পারিবারিকভাবে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল বুধবার দুপুরে বরযাত্রী আসে কালাম মিয়ার বাড়িতে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে দুপুরের পর থেকে বাড়তে থাকে আড়িয়াল খাঁ নদীর পানি। বিকেলের মধ্যে তলিয়ে যায় রাজগুরু নতুন চরসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট। বিকেলে কনে নিয়ে ফেরার পথে বিপাকে পড়ে বরযাত্রী। এসময় স্বজনরা নতুন বর ও কনেকে কোলে নিয়ে রাস্তা পার করে দেয়।

বরের পরিচয় ও বিয়ের আয়োজন সম্পর্কে জানতে কনের বাবা কালাম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply