ভারতে কমছে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার

|

ভারতে কমছে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার

ভারতে ধীরে হলেও কমছে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার। বৃহস্পতিবার এক লাখ ৮০ হাজার মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি। যা ৪৪ দিন পর রেকর্ড।

এপ্রিলের মাঝামাঝি শেষবার এতোটা কম দৈনিক সংক্রমণ শনাক্ত দেখেছিলো ভারত। মহামারির গোটা সময়ে পৌনে ৩ কোটির মতো মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু হয় করোনাভাইরাসে। মোট প্রাণহানি ৩ লাখ ১৮ হাজার ছাড়ালো।

বৃহস্পতিবার ৪৭৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করে কর্ণাটক, এরপরই রয়েছে তামিলনাড়ু ৪৭৪ বাসিন্দার প্রাণহানি হয়েছে করোনায়। এ তালিকার তৃতীয় অবস্থানে মহারাষ্ট্র; রাজ্যটিতে একদিনে মারা গেলেন ৪২৫ জন। এ পরিস্থিতিতেই, রাজ্যগুলোয় কোভিডের ভ্যাকসিন শূণ্যতা তৈরি হয়েছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply