ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারি ঘোষণা করা হলো। বৃহস্পতিবার একদিনেই ১৫৩ রোগী শনাক্তের পর এলো ঘোষণাটি।
মহামারি রোগ আইনের আওতায় কিছু বিধিবিধান জারি করেন দিল্লির উপ গর্ভনর অনিল বাইজাল। এরফলে রোগটির চিকিৎসার ব্যাপারে নেয়া যাবে জরুরি পদক্ষেপ। আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে বিধিমালাগুলো। ভারতের রাজধানীতে ছত্রাকে সংক্রমিত ৭৭৩ জন। মাত্র একদিন আগেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান- দিল্লিতে ভয়াবহ রূপ ধারণ করছে ছত্রাক পরিস্থিতি।
সরকারি তথ্যমতে, ভারতে এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ১১ হাজার ৭১৭ জন রোগী। গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত; এরপরই রয়েছে মহারাষ্ট্র। মূলতঃ করোনা থেকে সুস্থ হওয়ার দু’সপ্তাহের মধ্যে শরীরে দেখা যায় ছত্রাকটি। যাতে মৃত্যুহার ৫০ শতাংশ।
এনএনআর/
Leave a reply