ইসরায়েলকে নিজ দেশের আকাশসীমা ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।
গত মঙ্গলবার (২৫ মে) হঠাৎ করেই এ সিদ্ধান্তটা এসেছে বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম। এ কারণে দুবাইয়ের একটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় তারা। ফ্লাইটটি বাতিল হবার আগে যাত্রীরা তেল আবিবের কাছে বেন গুরিয়ান বিমানবন্দরে ১০ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। নিষেধাজ্ঞার কারণ এখনো পরিষ্কার করে জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
এদিকে, গত বছর সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয় ইসরায়েল। ওই বছরের নভেম্বরেই সৌদি আরবও তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় ইসরায়েলকে। এরপর ডিসেম্বর থেকে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটো ফ্লাইটের প্রোগ্রাম ঘোষিত হয়। সৌদির আকাশপথ ব্যবহার করে এই ফ্লাইটগুলো পরিচালিত হতো অপেক্ষাকৃত কম খরচ ও কম সময়ে।
Leave a reply