রুয়ান্ডার ভয়াবহ গণহত্যায় ভুল স্বীকার করলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন। রুয়ান্ডার রাজধানী কিগালিতে সফররত রাষ্ট্রপতির মতে ১৯৯৪ সালের ওই গণহত্যায় ফ্রান্সের যথেষ্ট দায় রয়েছে।
কিগালির গণহত্যার স্মৃতিসৌধে বক্তৃতাকালে বৃহস্পতিবার ম্যাকরন বলেন, ফ্রান্স গণহত্যায় অংশ নেয়নি। তবে গণহত্যা থামাতে সেসময় কোনো উদ্যোগও নেয়নি; যা ফ্রান্সের দায়িত্ব ছিল। সে সময় চুপ থাকায় ওই ঘৃণ্য হত্যাযজ্ঞের দায় আজ আর এড়ানো সম্ভব না। সে সময় ফ্রান্সের মৌন অবস্থানের জন্য রুয়ান্ডার জনগণের কাছে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। ১৯৯৪ সালে রুয়ান্ডায় হুতু-তুতসি সহিংসতায় প্রায় ৮ লাখ মানুষ গণহত্যার শিকার হয়।
ম্যাকরন বলেন, গণহত্যা ঠেকাতে ব্যর্থতার দায় আমাদের স্বীকার করতেই হবে। এ বিশাল গণহত্যার পূর্বাভাস বুঝতে ব্যর্থ ছিল ফ্রান্স। এমনকি সত্য উদঘাটনেও ছিল দীর্ঘদিন নীরব। শ্রদ্ধার সাথে আপনাদের পাশে দাঁড়িয়ে এ দায় আমি আজ স্বীকার করতে চাই।
ম্যাকরনের বক্তৃতার প্রশংসা করেছেন রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামে। তিনি ম্যাকরনের কথাগুলোকে ক্ষমার চেয়েও মূল্যবান এবং প্রচণ্ড সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
Leave a reply