সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর এবার সেনা মোতায়েনের ঘোষণা কলম্বিয়ার। শুক্রবার প্রেসিডেন্ট ইভান দুক এ ঘোষণা দিয়েছেন।
স্থগিত করা হয়েছে সরকার ও বিক্ষোভকারী নেতাদের মধ্যবর্তী আলোচনা। সরকারি বিবৃতি মতে, আজ রাত থেকেই পশ্চিমের প্রদেশ ভ্যালি ডিল কাউসা ও রাজধানী কালিতে মোতায়েন করা হচ্ছে সামরিক বাহিনী।
নৌবাহিনীসহ সাত হাজারেরও বেশি মিলিটারি অঞ্চলটির অবরোধ তুলে নিতে অভিযান পরিচালনা করবে। চলমান সহিংসতায় ৫৫ জনের মৃত্যুর পর এ সিদ্ধান্ত সরকারের।
এর আগে কাউসার গভর্নর জানান, আজ সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে কারফিউ। গত মাসে কলম্বিয়ায় অতিরিক্ত করারোপের বিরুদ্ধে শুরু হয়েছিল জনবিক্ষোভ। যা এখন রূপ নিয়েছে, সরকার পতনের আন্দোলনে।
Leave a reply