জয়ার ফিল্মফেয়ার পুরস্কার জয়

|

ফিল্মফেয়ার পুরস্কার জয় করলেন জয়া আহসান। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীয় পুরস্কারটি লাভ করেছেন।

কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে শনিবার ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’-এর আসরটি বসেছিল।

বিসর্জন সিনেমার একটি দৃশ্য

বাংলাদেশ থেকে আরও দুই জন শিল্পী এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। গেল বছরে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত-সমালোচিত সিনেমা ‘ডুব’-এর ‘আহারে জীবন’ গানে কণ্ঠ দিয়ে সেরা সংগীতশিল্পী বিভাগে সুমী, এবং একই গানের আবহ সংগীতের জন্য পাভেল আরীন মনোনয়ন পেয়েছিলেন। দুই জনই চিরকুট ব্যান্ডের শিল্পী ও কুশলী।

হাস্যোজ্জ্বল জয়া

সেরা অভিনেত্রীর উভয় বিভাগে মনোয়ন পেলেও জয়া আহসান জনপ্রিয় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন।  প্রজাপতি বিস্কুট সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন ইশা সাহা। তিনিও জয়ার মতো উভয় বিভাগেই মনোনয় পেয়েছিলেন।

লাল শাড়িতে জয়া

এর আগে ‘আবর্ত’ ও ‘ঈগলের চোখ’ ছবির জন্য দু’বার মনোনয় পেলেও এবারই জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব)-এর ‘কালো নারী’ জয় করলেন জয়া।

কে কোন পুরস্কার জিতেছেন:

সেরা চলচ্চিত্র: বিসর্জন

সেরা পরিচালক: কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)

সেরা চলচ্চিত্র (সমালোচক): ময়ূরাক্ষী (অতনু ঘোষ)

সেরা অভিনেতা (জনপ্রিয়): প্রসেনজিৎ চ্যাটার্জি (ময়ূরাক্ষী)

সেরা অভিনেতা (সমালোচক): সৌমিত্র চ্যাটার্জি (ময়ূরাক্ষী)

সেরা অভিনেত্রী (জনপ্রিয়): জয়া আহসান (বিসর্জন)

সেরা অভিনেত্রী (সমালোচক): ইশা সাহা (প্রজাপতি বিস্কুট)

সেরা পুরুষ পার্শ্ব চরিত্র: কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)

সেরা নারী পার্শ্ব চরিত্র: মমতা শঙ্কর (মাছের ঝোল)

গানের সেরা অ্যালবাম: প্রজাপতি বিস্কুট

সেরা গীতিকার: রিতম সেন- তোমাকে বুঝিনা প্রিয় (প্রজাপতি বিস্কুট)

সেরা পুরুষ কণ্ঠশিল্পী: নচিকেতা চক্রবর্তী- কেনো এ রকম কিছু হলো না (পোস্ত)

সেরা নারী কণ্ঠশিল্পী: চন্দ্রানী ব্যানার্জি-তোমাকে বুঝি না প্রিয় (প্রজাপতি বিস্কুট)

আজীবন সম্মাননা: মৃণাল সেন ও সাবিত্রী চ্যাটার্জি

সেরা পরিচালক (অভিষেক): মানষ মুকুল পাল (সহজ পথের গপ্পো)

সেরা পুরুষ অভিষেক: নুর ইসলাম ও সামিউল আলম (সহজ পথের গপ্পো)

সেরা নারী অভিষেক: রুকমিনি মৈতি

সেরা মৌলিক গল্প: কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)

সেরা চিত্রনাট্য: মানষ মুকুল পাল (সহজ পথের গপ্পো)

সেরা সংলাপ: প্রতিম ডি গুপ্ত (মাছের ঝোল)

সেরা শব্দ বিন্যাস: অনির্বান সেনগুপ্তা (বিসর্জন)

সেরা সম্পাদক: সঞ্জয় দত্ত রায় ও অনির্বান মৈতি (সহজ পথের গপ্পো)

সেরা সিনেমাটোগ্রাফি: সুপ্রিয় দত্ত (প্রজাপতি বিস্কুট)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (ময়ূরাক্ষী)

সেরা প্রোডাকশন ডিজাইন: মধুজা ব্যানার্জি ও কৌশিক বারিক (প্রজাপতি বিস্কুট)

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply