কানাডায় স্কুলে দেহাবশেষ উদ্ধার; শিশুদের শ্রদ্ধা জানাতে অর্ধনমিত কানাডার পতাকা

|

কানাডায় স্কুলে দেহাবশেষ উদ্ধার; শিশুদের শ্রদ্ধা জানাতে অর্ধনমিত কানাডার পতাকা

কানাডার পুরোনো আদিবাসী স্কুলে দেহাবশেষ উদ্ধার হওয়া ২ শতাধিক শিশুর প্রতি শ্রদ্ধা জানাতে সরকারি ভবনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আবাসিক স্কুলের নিহত শিশুরা ও তাদের পরিবারের প্রতি সম্মান জানাতে, এ আহ্বান জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের পিস টাওয়ারে সকাল থেকেই অর্ধনমিত দেখা যায় পতাকা।

উনিশ শতকের আদিবাসী স্কুলটিতে গত শুক্রবার উদ্ধার হয় ২১৫ শিশুর দেহাবশেষ। ধারণা, কালচারাল জেনোসাইডের শিকার হয়েছিল তারা।

২০১৫ সালে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশনের ঐতিহাসিক রিপোর্টে বলা হয়, ক্যাথলিক চার্চের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলটিতে পরিবার থেকে বিচ্ছিন্ন করে জোরপূর্বক ভর্তি করা হতো আদিবাসী শিশুদের। সেখানে শারীরিক নির্যাতন, ধর্ষণসহ নানা ধরণের নৃশংসতার শিকার হতো শিশুরা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply