জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি এক না। যখন শুধু ভোটার তালিকার বিষয় ছিলো তখন তা নির্বাচন কমিশনের হাতে ছিলো। তবে জাতীয় পরিচয়পত্রের বিষয়টি সরকারের হাতে থাকাই যৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ দুপুরে (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম আলাদাভাবে পরিচালনা করলে সংকট তৈরি হবে বলে যে আশঙ্কার কথা বলেছে নির্বাচন কমিশন তাকে অমূলক বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন যাতে সর্বোচ্চ চিকিৎসা পায়, সে বিষয়ে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলেও তথ্যমন্ত্রী জানান। তিনি আরো বলেন, সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। বিএনপির উচিত শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো।
Leave a reply