জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

|

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। স্বাস্থ্যবিধি মেনেই বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ সভাপতিমণ্ডলী মনোনয়ন ও প্রয়াত সংসদ সদস্যদের জন্য শোক প্রস্তাব আনা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর, মন্ত্রীদের জন্য জিজ্ঞাসা ও উত্তর পর্ব রাখা হয়েছে। পাশাপাশি থাকছে জন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ পর্ব।

গতবারের মতো এবারও রোস্টার করে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নেবেন। যোগদানের জন্য তাদের করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে। প্রস্তাবিত বাজেটের আকার ছয় লাখ কোটি টাকার বেশি। মহামারির কারণে অধিবেশন চলতে পারে ১২ কার্যদিবস।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply