রাজপথে অবতরণ করলো মার্কিন বিমান

|

যান্ত্রিক গোলযোগের কারণে রাজপথে জরুরি অবতরণে বাধ্য হয়েছে একটি বিমান। গত সোমবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে ঘটনাটি ঘটে।

লস এ্যাঞ্জেলেস টাইমস হতে জানা যায়, ভ্যান নুইস এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে সেসনা বিমানটি। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর হাইওয়েতেই বিমান অবতরণে বাধ্য হন পাইলট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সৃষ্টি হয় দীর্ঘ যানজট। জানা যায়, উদ্ধারকর্মীরা এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমানটি সরিয়ে নিতে সমর্থ হয়।

বিমানটির পাইলট ব্রায়ান কারসন কোনও যানবাহনকে আঘাত না করেই বিমানটি অবতরণ করতে পেরেছেন বলে জানান ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ অফিসার ওয়েস্টন হ্যাভার। ফ্লাইটে কারসনের সাথে ছিলেন হান্টিংটন বিচের ২৯ বছর বয়সী একজন পাইলট প্রশিক্ষণার্থী।

উল্লেখ্য, এ ঘটনার মাত্র দুদিন আগেই যুক্তরাষ্ট্রে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply