চলতি বছরের দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষা বাতিলের পরিকল্পনা করেছে ভারত সরকার। মঙ্গলবার পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকের পর টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি আরো জানান, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের এ পরিকল্পনাকে শিক্ষার্থী বান্ধব বলেও দাবি তার। তবে পরীক্ষার্থীদের কোন প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
বৈঠকে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সিবিএসই বোর্ডের চেয়ারম্যান। তবে পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের এ সিদ্ধান্তই চুড়ান্ত নয়। বিষয়টি পুনর্মূল্যায়ন করে দুই একদিনের মধ্যে চূড়ান্ত রায় দেবে দেশটির সুপ্রিম কোর্ট।
Leave a reply