বলিভিয়ায় দাবানলে পুড়ছে কয়েক হাজার একর বনভূমি

|

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় দাবানলে পুড়ছে হাজার হাজার একর বনভূমি। প্যান্টানাল জলাভূমি এলাকায় ছড়িয়ে পড়া আগুনে বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যে পুড়ে গেছে প্রায় সাড়ে ৫ হাজার একর বনভূমি। ছড়িয়ে পড়ছে প্যারাগুয়ের সীমান্ত সংলগ্ন বনাঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিমান থেকে ফেলা হচ্ছে পানি। তবে প্রচুর গুল্ম জাতীয় উদ্ভিদের কারণে আগুন সুপ্ত অবস্থায় থাকার আশঙ্কা রয়েছে। যেকারণে আবারও বেড়ে যেতে পারে আগুনের তীব্রতা। তাই আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৯ সালেও বলিভিয়ায় দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে বনভূমি ও বন্যপ্রাণী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply