জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) এই প্রস্তাবের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের সহায়তা, পুনর্বাসন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ রয়েছে জামুকার।
তবে ইতোমধ্যে বঙ্গবন্ধুর ৪ খুনীর খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর গেজেট দ্রুতই প্রকাশ হবে বলে জানান মন্ত্রী। বঙ্গবন্ধু হত্যা মামলায় সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এই চার আসামির নাম ছিলো খেতাব প্রাপ্তদের তালিকায়।
মন্ত্রণালয়ের তালিকায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনী- শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী, নূর চৌধুরী ও মোসলেহউদ্দিনের নাম রয়েছে যথাক্রমে বীর বিক্রম, বীর উত্তম এবং বীর প্রতিক হিসেবে। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে চূড়ান্তভাবে তাদের খেতাব, সনদ ও পদক বাতিল ঘোষণা করা হচ্ছে।
Leave a reply