করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।
রাত ১২টা থেকে শুরু হয় লকডাউন। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া বন্ধ আছে সব দোকানপাট ও মার্কেট। জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা শুরুর আগেই দূরপাল্লার যানে নওগাঁ ছেড়েছেন অনেকে।
এদিকে করোনার সংক্রমণ রোধে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানায় শুক্রবার থেকে ৭ দিন বন্ধ থাকবে মার্কেট ও দোকানপাট। তবে এর আওতামুক্ত থাকবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান।
এনএনআর/
Leave a reply