বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই: ফখরুল

|

বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

“বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং একদলীয় ব্যবস্থার অবসান” শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মদদপুষ্টদের জন্যই এই বাজেট। ভিন্ন আঙ্গিকে নতুন বাকশাল, নতুন স্বৈরাচার দেশের সব অর্জন সম্পূর্ণরূপে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, সরকার দেশের অর্থনীতি পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে। দেশের সবচেয়ে বড় সংকট গণতন্ত্রের সংকট বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হঠাৎ করে কেউ কিছু করে দিবে, তার অপেক্ষায় না থেকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এক হবার আহ্বান জানান তিনি।

বলেন, টানাপোড়েন থেকে বের হয়ে এসে রাজনৈতিক দলগুলোকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply