চীনের হংকংয়ে তিয়েন-আনমেন গণহত্যার ৩২ তম বর্ষপূর্তি পালিত হল আজ। লাখো মোমবাতি জ্বালিয়ে দিনটিকে স্মরণ করলো হংকংবাসী।
সন্ধ্যার আলো আধারে ভিক্টোরিয়া পার্ক পরিণত হয় আলোর সমুদ্রে। দিনটি উপলক্ষে পর্যটকদের আনাগোনা দেখা যায়। নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাতে ভিক্টোরিয়া পার্কে লাখো মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করে হংকংবাসী।
৩২ বছর আগে, ১৯৮৯ সালের আজকের দিনটিতে দুর্নীতির বিরুদ্ধে ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে আন্দোলনে নামে হাজারো জনতা। কিন্তু বিক্ষোভ দমনে সরকার জনগণের উপর চড়াও হয়। তিয়েন-আনমেন স্কয়ারের বিশাল গণতান্ত্রিক বিক্ষোভ ভেঙ্গে গুঁড়িয়ে দেয় কমিউনিস্ট শাসকেরা। এ হত্যাকান্ডে ঠিক কতজন নিহত হয়েছিল তা এখনও অজানা। দিনটি আজও ট্যাবু হয়ে আছে চীনের নাগরিকদের কাছে।
এনএনআর/
Leave a reply