শ্রীলঙ্কায় আগুন লাগা জাহাজটির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার ঘোষণা

|

শ্রীলঙ্কায় আগুন লাগা জাহাজটির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার ঘোষণা

শ্রীলঙ্কায় আগুন লাগা জাহাজটির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছে দেশটির পরিবেশবাদী সংগঠনগুলো। সুপ্রিম কোর্টে শীঘ্রই মামলা করার কথা জানিয়েছে সেন্টার ফর ইনভাইরনমেন্টাল জাস্টিস।

পরিবেশবিদরা বলছেন, সাগরে বিপুল পরিমাণ রাসায়নিক ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়লো দ্বীপ রাষ্ট্রটি। বিশেষ করে ক্ষতির সম্মুখীন হল সামুদ্রিক জীব বৈচিত্র্য। ইতোমধ্যে জেলেদের জালে উঠছে না কোন মাছ। উপকূল ছেয়ে গেছে প্লাস্টিকের বর্জ্যে।

এর প্রেক্ষিতে ক্ষতিপূরণ দাবি করে মামলা করবে কর্তৃপক্ষ। একই সাথে এই ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারের জরুরি কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবিও তাদের।

এ বিষয়ে পরিবেশ বিজ্ঞানী হেমন্ত বিতানাগে বলেন, আজ বা কালের মধ্যেই আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবো। আমরা ন্যায়বিচার চাই। জাহাজ কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা চাই সরকার যেন এই ধরণের সঙ্কট মোকাবিলায় জরুরী কর্মপরিকল্পনা গ্রহণ করে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply