অবসরে গেলেন বোমা শনাক্তকারী ইঁদুর

|

অবসরে গেলেন ল্যান্ডমাইন শনাক্তকারী স্বর্ণপদকপ্রাপ্ত মাগাওয়া নামক ইঁদুর। পাঁচ বছরের ক্যারিয়ারে ইঁদুরটি কম্বোডিয়ায় ৭১টি ল্যান্ডমাইন এবং আরও কয়েক ডজন অবিস্ফোরিত ল্যান্ডমাইন শনাক্ত করেছে।

ইঁদুরটি পরিচালনাকারী মেলেন বলেন, সাত বছর বয়সী আফ্রিকান দৈত্য আকৃতির ইঁদুরটি বার্ধক্যে পৌঁছেছে। এখন সে ধীরে ধীরে চলছে। এই জন্য তিনি তার এই প্রয়োজনকে সম্মান করতে চান।

মাগাওয়া বেলজিয়ামের নিবন্ধিত দাতব্য ‘অ্যাপোপো’ দ্বারা প্রশিক্ষণ নিয়েছিল, যা তানজানিয়ায় অবস্থিত। ১৯৯০ এর দশক থেকে ল্যান্ডমাইন শনাক্ত করতে পশুদের ‘HeroRATs’ নামে পরিচিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। এখান থেকে এক বছর প্রশিক্ষণের পর প্রাণীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply