বছরে ৩০ কেজি ওজন কমিয়ে নিজেকে প্রমাণ আজম খানের

|

যারা ওভারওয়েট তারা সর্বোচ্চ চেষ্টা করে ১ বছরে কত কেজি ওজন কমাতে পারবে? ১০/১২/১৫ বা বড়জোর ২০। কিন্তু ৩০ কেজি কি সম্ভব? আজম খান প্রমাণ করলেন চাইলে তাও সম্ভব।

গত ১ বছরে ৩০ কেজি ওজন কমিয়ে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন মইন খান পুত্র আজম খান। ২০১৯ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অভিষেকে অতিরিক্ত ওজনের কারণে হাস্যরসের শিকার হয়েছিলেন আজম খান। তিনি টের পেয়েছিলেন বাবার মঈন খান একাডেমির নেটে ব্যাটিং করা আর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বোলারদের খেলা এক কথা নয়। কিন্তু তিনি দমে যান নি। ৩০ কেজি ওজন কমিয়ে নজরে এসেছেন নির্বাচকদের।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে আজ তিন সংস্করণের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্টও খেলবেন তারা। আর এ দুটি সফরে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী আজম খান। ঘরোয়া টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৫৭।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply