নোয়াখালী পৌরসভাসহ ছয় ইউনিয়নে চলছে ৭ দিনের লকডাউন

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নে আজ থেকে চলছে ৭ দিনের লকডাউন। আজ ৫ জুন ভোর ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে।

লকডাউনের ১ প্রথম দিন সকালে রাস্তায় যানবাহন তেমন দেখা যায়নি। তবে সকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন একটা তৎপরতা দেখা যায়নি। লকডাউন ঘোষিত এলাকাগুলো হলো নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড, সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও সদর উপজেলার ৬টি ইউনিয়ন। ইউনিয়ন গুলো হলো নোয়ান্নই, কাদির হানিফ, বিনোদপুর, নোয়াখালী, অশ্বদিয়া ও নেয়াজপুর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৪ জন ও মৃত্যুবরণ করেছেন ১২৩ জন। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭০ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply