‘বিদেশিরা বিমানবন্দরে এসেই যেন উন্নয়নের অগ্রযাত্রা আঁচ করতে পারে, সেজন্যই থার্ড টার্মিনাল’

|

বিমান থেকে নেমেই বিদেশিরা যেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আঁচ করতে পারে সেজন্যই আধুনিক থার্ড টার্মিনাল হচ্ছে। এছাড়া নানা সুযোগসুবিধা বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

আজ শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, করোনার মধ্যেও থেমে নেই নির্মাণযজ্ঞ। এরই মধ্যে সাড়ে সতেরো ভাগ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের জুনের মধ্যেই কাজ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

২ লাখ ৩০ হাজার বর্গমিটারের টার্মিনালে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। নতুন টার্মিনালে একই সঙ্গে ৩৭টি বিমানের অ্যাপ্রোন বা পার্কিং করার জায়গা থাকবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে খরচ হচ্ছে ২১ হাজার কোটি টাকারও বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply