করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে লকডাউন-বিধিনিষেধ জারি আছে।
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নওগাঁতে সংক্রমণ বেড়ে যাওয়ায় পাশের জেলা বগুড়াতে সকাল থেকে বিধিনিষেধ কার্যকর হয়েছে।
এছাড়া সাতক্ষীরা পৌরসভা’সহ উপজেলাগুলোতে দ্বিতীয় দিনের লকডাউন চলছে। দোকানপাট, শপিংমল ও গণপরিবহন বন্ধ রয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে চেকপোস্ট। তবুও নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ।
এদিকে লকডাউন চলছে নোয়াখালী পৌরসভা’সহ ছয় ইউনিয়নে। খুলনা মহানগরীর ৩ থানায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া নওগাঁ, চাঁপানইবাবগঞ্জ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ’সহ সীমান্তবর্তী কিছু এলাকায় বিধিনিষেধ কার্যকর আছে। সংক্রমণ রোধে বেনাপোল বন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। বিধিনিষেধ জারি আছে বাগেরহাটের মোংলা-মোড়েলগঞ্জ উপজেলাতেও।
এনএনআর/
Leave a reply