নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনের রেসিং প্রতিযোগিতার আয়োজন রাশিয়ার

|

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনের রেসিং প্রতিযোগিতার আয়োজন রাশিয়ার

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন নিয়ে রেসিং প্রতিযোগিতার আয়োজন করলো রাশিয়া। শনিবার মস্কোতে করা হয় এ আয়োজন।

রয়টার্সের ভিডিও ফুটেজে, মস্কোর আকাশে বিভিন্ন আকারের ড্রোন উড়াতে দেখা যায় প্রতিযোগীদের। রাশিয়া জুড়ে ড্রোন উৎসাহীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। নিজেদের হাতে তৈরি যন্ত্রগুলো প্রদর্শনের সুযোগ কাজে লাগাতে নাম লেখায় এ খেলায়। কাজের ক্ষেত্র ছেড়ে এখন ড্রোন ব্যবহার হচ্ছে বিনোদন ও ক্রীড়ার মাধ্যম হিসেবেও।

২০১৭ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যারোনেটিক্স-‘এফএআই’ ড্রোন রেসিংকে অফিসিয়াল খেলার মর্যাদা দেয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply