যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে দাবানল। দু’দিনের ব্যবধানে পুড়ে গেছে অন্তত ২৪ বর্গকিলোমিটার এলাকার বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য খামার এবং র্যাঞ্চ।
এ অবস্থায় লোকালয়েও আগুন ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ফিনিক্স, সুপিরিয়রসহ বেশ কয়েকটি এলাকায়। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ শতাধিক কর্মী।
এদিকে, আগুণ নিয়ন্ত্রণে বিমান থেকে ছড়ানো হচ্ছে পানি ও রাসায়নিক দ্রব্য। দাবানলের কারণ খতিয়ে দেখতে চলছে তদন্ত।
ইউএইচ/
Leave a reply