রাজধানীর মহাখালীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাততলা বস্তির বেশিরভাগ ঘর। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬ টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
সোমবার ভোর পৌনে চারটার দিকে মহাখালীর আমপুর মোড়ে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ঘর বাড়িতে। ক্রমেই বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। চোখের সামনেই পুড়ে ছাঁই হয় শতাধিক পরিবারের শেষ সম্বল। প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এলেও পরিস্থিতি বেগতিক দেখে পরে মোট ১৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, পানির উৎস শেষ হয়ে যাওয়ার কারণে আগুন নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হয় তাদের। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এনএনআর/
Leave a reply