করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় আবারও সেশনজটের মুখে শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছে তারা।
রোববার (৬ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা বলেন, করোনায় শিক্ষার্থীদের প্রায় ২ বছর জীবন থেকে চলে গেছে। বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম। এ অবস্থায় সরকারকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। ক্ষতি পুষিয়ে নিতে তারা সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর করার দাবি জানান।
এনএনআর/
Leave a reply