আরো ৮০ হাজার রোহিঙ্গাকে শীঘ্রই ভাসানচরে স্থানান্তরিত করবে সরকার। বাসস্থান সহ মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার আহবান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের হাইকমিশনার এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে বৈঠকে এ আহবান জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানান, প্রায় ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে। এসময় তাদের মৌলিক অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়।
এনএনআর/
Leave a reply