রাজশাহীতে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

|

রাজশাহীতে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজও ৮ মৃত্যু

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আজও আট জনের মৃত্যু হয়েছে। চার জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিন জন চাঁপাইনবাবগঞ্জের ও একজন পাবনার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৫৭ জন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ এখনও কমেনি। গেল ২৪ ঘণ্টায় আরটিপিসিআর-এ ১৭৩টি নমুনা পরীক্ষা করে ১০৫ জনের পজেটিভ এসেছে। শনাক্তের বিবেচনায় যা ৬১ শতাংশ। আজও রাজশাহী শহরে করোনা সংক্রমণের হার জানতে আটটি স্থানে করা হয় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট।

এছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিলো নাটোর জেলা প্রশাসন। তবে পুরো জেলা নয় বিধিনিষেধের আওতায় থাকবে নাটোর ও সিংড়া পৌর এলাকা।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জে ১৪ দিন লকডাউন শেষে আর তা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে বহাল থাকবে বিধিনিষেধ। নওগাঁ পৌর এলাকা আর নিয়ামতপুরে লকডাউন চলছে। সাতক্ষীরা-খুলনায় লকডাউন স্বত্বেও সংক্রমণ কমানো যাচ্ছে না। সাধারণ মানুষের মাঝে বিধিনিষেধ মানার প্রবণতা কম। এছাড়া চুয়াডাঙ্গা আর ঝিনাইদহের সীমান্তবর্তী কিছু গ্রামেও বলবৎ বিধিনিষেধ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply