দেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব। মুজিব শতবর্ষ এবং ক্লাবটির দশ বছরে পদার্পণ উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা উপলক্ষে ‘এগ্রো টক’ নামে দুই অংশে বিভক্ত অনুষ্ঠানমালার প্রথম অংশে সারা দেশ থেকে আবেদনপত্র এবং তথ্যাদি সংগ্রহ করা হয়। এরপর সেগুলো যাচাই-বাছাই করে তিনজন কৃষি উদ্যোক্তাকে সংবর্ধনার জন্য নির্বাচিত করা হয়।
সংবর্ধনা পাওয়া কৃষি উদ্যোক্তারা হলেন ‘এগ্রিকালচার হাউস’ এর সিইও মিনজুমা আক্তার নিশা, ‘এগ্রি-সাইন্স সোসাইটি’ এর ফাউন্ডার এবং সিইও শেখ শোয়াইবুর রহমান এবং ‘গ্রিনিকালচার এগ্রোটেক লিমিটেড’ এর কো-ফাউন্ডার আহাম্মেদ ইমরান হালিমি।
অনুষ্ঠানে কৃষিজাত পণ্যের ব্র্যান্ড উন্নয়নের উপাদানসমূহের বিভিন্ন দিক ও কৃষি শিল্পায়নকে ঘিরে সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
Leave a reply