চাল নিয়ে দুর্নীতি, সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

|

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। তার বিরুদ্ধে ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

বুধবার (৯ জুন) রাতে চৌহালী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিন যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলকে চূড়ান্তভাবে অপসারণের আদেশ হয়েছে। চিঠির নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম, কার্ডধারীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে সঞ্চয়ের নামে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়ম করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল। তার বিরুদ্ধে ২০১৯-২০ অর্থবছরে অতিদরিদ্র শ্রমিকদের জন্য বরাদ্দকৃত মাথাপিছু এক হাজার টাকা ভুয়া স্বাক্ষর দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগও রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply