অগ্রিম আয়করের বিলুপ্তি চায় বিসিআই

|

নতুন বাজেটে ঘোষিত ৫ শতাংশ অগ্রিম আয়কর যে কোনো ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় সেটি সময়মতো সমন্বয় হয় না। ফলে বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই অগ্রিম আয়কর বিলুপ্তসহ রাজস্ব খাতে বেশ কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ চেম্বার অফ কমার্স (বিসিআই)। সকালে প্রস্তাবিত বাজেট নিয়ে সংগঠনটি এমন প্রতিক্রিয়া জানায়।

বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, করোনাকালে শিল্পের কাঁচামাল আমদানিতে কোনো শুল্ক রাখা উচিত না। পাশাপাশি কর্পোরেট কর আরও কমানো উচিত। তাহলে মহামারির মধ্যে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে উদ্যোক্তারা।

এটিএম মেশিনসহ আর্থিক খাতে দরকারি প্রযুক্তি পণ্য আমদানিতে কর কমানোর প্রস্তাব করে সংগঠনটি। বিসিআই মনে করে, শুধু ঢাকা, চট্টগ্রাম নয় অনুন্নত অঞ্চলে শিল্প স্থাপন করলে তা কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে। এছাড়াও করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার দাবি জানায় বিসিআই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply