র্যাবের অভিযানে ঢাকা মেডিকেল কলেজে ২৪ দালাল আটক হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে রোগীদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালায় র্যাব-৩। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সুচিকিৎসার জন্য দেশজুড়ে খ্যাতি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। সেই হাসপাতালে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের কম টাকায় ভাল চিকিৎসার কথা বলে অন্যত্র নিয়ে যেত কিছু দালাল। কিন্তু মিলত না কাঙ্ক্ষিত চিকিৎসা।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ধরা পড়া দালালচক্র রোগীদের কম টাকায় ভালো চিকিৎসার কথা বলে থেকে অন্য হাসপাতালে নিয়ে যেত। কিন্তু প্রকৃতপক্ষে সেসব নিম্নমানের হাসপাতালে কোনো ভালো ডাক্তার বা সুবিধা না থাকায় রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হতেন। দালালেরা তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ স্বীকার করেছে। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
দালালমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a reply