বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন। ২০১৮ সালে আজকের দিনেই নারী এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেটে এটিই ছিলো প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়।
মেয়েদের এশিয়া কাপ মানেই যেন শিরোপা হবে ভারতের। কিন্তু এই ধারণা বদলে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারায় সালমার দল। ম্যাচ সেরা হয়েছিলেন রুমানা। ১ বলে যখন প্রয়োজন ২ রান, জাহানারার অন ড্রাইভে বল গেল মিড উইকেটে, দ্রুততার সাথে ২ রান নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেল বাংলাদেশের নাম।
তিন বছর আগের সেই স্মৃতি মনে করেই রোমাঞ্চিত হন নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা। বাংলাদেশ ক্রিকেটের একটি বড় অর্জন ছিলো সেই জয়। মেয়েদের এশিয়া কাপ জেতার পরেই যেন বাংলাদেশ ক্রিকেটে ট্রফির খরা কাটে। পরের বছরই আয়্যারল্যান্ডে ছেলেদের দল জেতে ত্রিদেশীয় সিরিজ।
Leave a reply