কনওয়ের চওড়া ব্যাটে এজবাস্টনে ভারসাম্য

|

আবারও ডেভন কনওয়ের ব্যাটে রান, আবারও ভালোই জবাব দিচ্ছে কিউইরা। এজবাস্টনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ২য় টেস্টের ২য় দিনে ৩য় সেশনের খেলা চলছে। এ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৫৪। ৫০ রান নিয়ে ক্রিজে আছেন কেন উইলিয়ামসনের জায়গায় দলে আসা উইল ইয়াং এবং ১১ রান নিয়ে ব্যাট করছেন অভিজ্ঞ রস টেলর। স্টুয়ার্ট ব্রডের বলে আউট হবার আগে ক্যারিয়ারের ২য় টেস্ট খেলতে নামা ডেভন কনওয়ে খেলেছেন ৮০ রানের ঝলমলে ইনিংস। অপর উইকেটটিও পেয়েছেন ব্রড।

এর আগে টেল এন্ডারদের নিয়ে লড়াই করে ইংল্যান্ডের প্রথম ইনিংসকে তিনশো’র উপরে নিয়ে গেছেন ড্যান লরেন্স। অষ্টম উইকেটে ৬৬ রানের জুটিতে লরেন্সকে ভালোই সঙ্গ দিয়েছেন পেসার মার্ক উড। ম্যাট হেনরির বলে আউট হবার আগে উড করেন ৪১ রান। আর ৩০৩ রানে ইংল্যান্ড অল আউট হবার সময় লরেন্স অপরাজিত ছিলেন ৮১ রানে। বোল্ট ৪ ও ম্যাট হেনরি ৩টি উইকেট পান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply