প্রশাসনিক তৎপরতার মধ্যে রাজশাহীতে চলছে সাত দিনের লকডাউন

|

প্রশাসনের কড়াকড়ির মধ্য দিয়েই চলছে রাজশাহীতে সাত দিনের লকডাউন। নগরীতে সকল দোকনপাট ও গণপরিবহন বন্ধ থাকলেও কিছু মানুষকে পায়ে হেঁটেই চলাচল করতে দেখা গেছে। কেউ বের হয়েছেন জরুরী প্রয়োজনে, কেউ বা বের হয়েছেন নিতান্তই শখের বশে।

শনিবার (১২ জুন) সকালের দিকে কাঁচাবাজার ও তৎসংলগ্ন টিসিবি পয়েন্টগুলোতে ছিল উপচে পড়া ভীড়। সেখানে মানা হচ্ছেনা না স্বাস্থ্যবিধি। যদিও নাগরিকদের লকডাউনকালীন বিধিনিষেধ মানাতে নগরীতে তৎপর রয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।

এদিকে মধ্যরাত থেকে বন্ধ হয়েছে রাজশাহী অভিমুখে সকল ট্রেন চলাচল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply