নিলামে তোলা হয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’। তবে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে রাখা সেই মোনালিসা নয়। বরং বলা চলে এর রেপ্লিকা।
১৭ শতকে আঁকা রেপ্লিকাটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এক এন্টিক শপ থেকে ১৯৫৩ সালে সংগ্রহ করেন রেমন্ড হেকিং নামের এক ফরাসী নাগরিক। এরপর প্রায় এক দশক ধরে তিনি প্রচার করেন, তার কাছে থাকা চিত্রকর্মটিই আসল ‘মোনালিসা’। ল্যুভর মিউজিয়ামে থাকা ছবিটি নকল। তৎকালীন সময়ে বেশ আলোড়ন তোলে তার প্রচারণা। এবার ‘হেকিংয়ের মোনালিসা’ নামেই ছবিটি নিলামে তুলেছে বিখ্যাত ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স।
সর্বশেষ তথ্য অনুযায়ী, অনলাইনে রেপ্লিকাটির দাম উঠেছে ৩ লাখ ইউরো (৩ কোটি ৮ লাখ টাকা প্রায়)। নিলাম চলবে ১৮ জুন পর্যন্ত।
Leave a reply