সুইজারল্যান্ডের বিপক্ষে বেলদের ড্র

|

ইউরো ২০২০ এর গ্রুপ পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও ড্র করেছে ওয়েলস। দুই দলেরই এটি ছিল প্রথম ম্যাচ। ম্যাচ ড্র হলেও দুর্দান্ত খেলেছে সুইজারল্যান্ড দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর বল দখলের লড়াইয়ে দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। প্রথমার্ধের ৭৩ শতাংশ সময় বল ছিল সুইসদের পায়ে। অন্যদিকে, সুইজারল্যান্ডের ১১টি আক্রমণের বিপরীতে মাত্র ২টি পাল্টা আক্রমণ করতে পেরেছে গ্যারেথ বেলের দল ওয়েলস। যদিও গোলের দেখা পায়নি কোন দলই, এতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্র অবস্থায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে বসেন বেলরা। নামার ৪ মিনিটে মাথায় গোলের দেখা পায় সুইসরা। ৪৯ মিনিটে জার্দান শাকিরির সহযোগীতায় গোলটি করেন ব্রিল এমবোলো।

শেষ পর্যন্ত ম্যাচের ৭৪ মিনিটের সময় ওয়েলসের হয়ে গোল পরিশোধ করে কেইফার মুর। তার গোলেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। খেলা শেষেও ম্যাচের ৬৫ ভাগ সময় বল নিজেদের পায়ে রেখে এগিয়ে ছিল সুইসরা। পাশাপাশি আক্রমণ করেছে ১৮ বার। অন্যদিকে, ওয়েলস আক্রমণ করেছে মাত্র ৯ বার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply