ইরাকে ‘আইএস’র তৈরি গণকবরের সন্ধান

|

ইরাকের মোসুল শহরের বাদোউশ এলাকায় গণকবরের সন্ধান পেয়েছে ইরাকি কর্তৃপক্ষ। রোববার (১৩ জুন), সেখান থেকে ১২৩ জনের দেহাবশেষ পাওয়া যায় বলে জানিয়েছে কুয়েত টাইমস।

খবরে বলা হয়েছে, ইরাকের কতৃপক্ষ ধারণা করছে জঙ্গি সংগঠন আইএসের নৃশংসতার শিকার মানুষদের এখানে কবর দেওয়া হয়েছে। কারণ এই এলাকা ছিল আইএস নিয়ন্ত্রিত। ২০১৪ থেকে ১৭ সাল পর্যন্ত এই অঞ্চলটিকে কারাগার হিসেবে ব্যবহার করতো আইএস। ছয় শতাধিক শিয়া মুসলিমকে এখানে আটকে রেখেছিলো জঙ্গিরা। ধারণা করা হচ্ছে, তাদেরই হত্যা করে এখানে গণকবর দেওয়া হয়েছে।

ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, গণকবরের সন্ধান পাওয়ার পর রাজধানী বাগদাদে এসব দেহাবশেষ নিয়ে যাওয়া হছে। সেগুলো শনাক্ত করতে পারলে, ধর্মীয় রীতি অনুসারে দাফনের জন্য পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply