শিক্ষক থেকে গরুর রাখাল!

|

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলহেরা মডেল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আজিজুল হক। করোনা পরিস্থিতি ওলট-পালট করেছে তার সব। বাধ্য হয়ে বদল করেছেন পেশা। বর্তমানে ব্যক্তি মালিকানাধীন একটি গরুর খামারের কর্মচারী তিনি।

প্রায় দুই যুগ ধরে করেছেন শিক্ষকতা করে আসছিলেন তিনি। মানুষ গড়ার এই কারিগরের হাতে যেখানে প্রতিদিন চক ডাস্টার থাকতো সেখানে তাকে এখন নিয়মিত ব্যস্ত থাকতে হয় খামারের কাজে।

করোনায় স্কুল বন্ধ থাকায় অন্য শিক্ষকদের বেতন দিয়েছেন নিজের জমি বিক্রি করে। এক পর্যায়ে আর পেরে ওঠেননি। আজিজুল হক জানালেন, নিজে সবসময় শিক্ষা দিয়েছেন ছাত্রদের। তবে, তাকে সব থেকে বড় শিক্ষা দিয়েছে করোনা।

শিক্ষক আজিজুল হক বলেন, আমার অনেক ছাত্র আছে যারা ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়েছে। আমার এই অবস্থা হবে তা আমি কখনো কল্পনাও করিনি। আমার ভাগ্যে এটা ছিল, আমি পরিস্থিতির শিকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply