ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নাফতালি

|

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেতানিয়াহুর এক সময়ের মন্ত্রী কট্টর জাতীয়তাবাদী হিসেবে পরিচিত নাফতালি বেনেট।

মার্চের নির্বাচনে বেশি আসন পেয়েও ক্ষমতা ধরে রাখতে পারেননি বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় পার্লামেন্টে নতুন সরকার গঠনের এক আস্থা ভোটে ৫৯-৬০ ব্যবধানে হেরে যান তিনি। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর দীর্ঘ এক দশকেরও বেশি সময় শাসনক্ষমতার অবসান হয়।

বিরোধীদের নতুন জোটের এই প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী ২ বছর দায়িত্ব পালন করবেন। এরপর প্রধানমন্ত্রী হবেন ইয়ার লাপিদ। মূলত নেতানিয়াহুকে রুখতে ইসরায়েলের ডান-বাম ও মধ্যপন্থী দলগুলো জোটবদ্ধ হয়। এ যাত্রায় তারা সফলও হলো। এখন থেকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা (লিকুদ পার্টি) হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply