করোনা: দেশে দেড় মাস পর শনাক্ত ছাড়ালো ৩ হাজার, মৃত্যু অর্ধশত

|

দেশে প্রায় দেড় মাস পর একদিনে করোনা শনাক্ত ৩ হাজার ছাড়ালো। এছাড়া করোনায় একদিনে মৃত্যু অর্ধশতের বেশি। করোনা শনাক্তের হার ১৪.৮০ শতাংশ।

সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনের। মৃত্যুবরণ করেছেন ৫৪ জন। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হলো ১৩ হাজার ১৭২ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।

এর আগে দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply