১৯ জুন থেকে শুরু হবে টিকা কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

|

আগামী ১৯ জুন থেকে আবারও টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফাইজার ও চীনের সিনোফার্মার টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

সকালে (১৪ জুন) রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ডা. এবিএম খুরশিদ আলম জানান, দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা মানুষদের কবে টিকা দেয়া যাবে সেটি এখনো নিশ্চিত নয়। অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় হাসপাতাল সেবায় কোন ঘাটতি নেই বলে দাবি করেন তিনি। বলেন, এখন পর্যন্ত সেবা না পেয়ে ফিরে গেছেন এমন নজির নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply